স্বাধীনতা চিকিৎসক পরিষদের সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সিলেট বিভাগের অন্তর্গত জেলা ও সাংগঠনিক শাখাসমূহের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অডিটরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বাচিপের সিলেট বিভাগের অর্ন্তগত জেলা ও সাংগঠনিক শাখাসমূহ হলো- সিলেট জেলা শাখা, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা, সুনামগঞ্জ জেলা শাখা, মৌলভীবাজার জেলা শাখা এবং শ্রীমঙ্গল সাংগঠনিক শাখা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন।

সম্মেলনে সভাপতিত্ব করেন স্বাচিপ সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যাপক ডা. এম এ আজিজ চৌধুরী।

স্বাচিপ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. শফিকুর রহমান, যুগ্ম মহাসচিব ডা. সোহেল মাহমুদ, ডা. পূরবী রানী দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল হোসেন সরকার, ডা. কাগজ কুমার কর্মকার, ডা. মো. জাবেদ, ডা. মো. সামছুদ্দোহা মজুমদার নিজাম, ডা. আফজালুল হক রানা, সম্পাদক ডা. শাহ মো. জাকির হোসেন, ডা. জাহান শামস নিটোল, ডা. মো. হাবিবুর রহমান, সহ-সম্পাদক ডা. কাওছার আলম, ডা. রাকিবুল ইসলাম, ডা. সৈকত রায়, সদস্য ডা. হুমায়ুন কবির, ডা. সালেহীন সাদ, ডা. ইসরাক ও ডা. অনুপম দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বাধীনতার স্বপক্ষের চিকিৎসকরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রধান বক্তা অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট স্বাস্থ্যখাত বিনির্মাণের লক্ষে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী অবিরাম কাজ করে যাচ্ছেন।

প্রধান অতিথি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী বলেন, স্বাস্থ্য বিভাগের উপজেলাসমূহে ৬ হাজার এসিস্ট্যান্ট সার্জন পদ খালি রয়েছে। এ সময় তিনি প্রতি বছর ২ হাজার খালি পদে নিয়োগ দিয়ে চিকিৎসকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে আহ্বান জানান।

তিনি আরও বলেন, চিকিৎসকদের কর্মস্থলে অবহেলার কথা বলে তদন্ত না করে গ্রেপ্তার করা যাবে না। এ ছাড়াও তিনি চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের জন্য উদাত্ত্ব আহ্বান জানান।

সিলেট বিভাগীয় শাখাসমূহের সম্মেলন ২টি অধিবেশনের মাধ্যমে সম্পন্ন করা হয়। প্রথম অধিবেশনে আলোচনা সভা এবং দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের জন্য কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে স্ব-স্ব শাখাসমূহের উপস্থিত স্বাচিপ জেলা কাউন্সিলর সদস্যদের কণ্ঠভোটে নাম সমর্থনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

 

 

 

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *