ডেস্ক রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ডা. মোহাম্মদ নেয়ামত হোসেনকে আহ্বায়ক এবং ডা. উম্মে তানিয়া নাসরিনকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে কমিটি গঠনের প্রেক্ষাপট, আর্থিক ও প্রশাসনিক পরিচালনা পদ্ধতি, পরবর্তী কর্মসূচিসহ যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েনের সভাপতি গুরুতর অসুস্থ থাকায় নবগঠিত কমিটির সদস্যরা তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
একইসঙ্গে কমিটি সদস্যদের অধিকার রক্ষাসহ দেশ ও জাতির কল্যাণে কাজ করার ব্যাপারেও দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। পর্যায়ক্রমে আহ্বায়ক কমিটির বাকি সদস্যদের নাম প্রকাশ করা হবে বলেও জানিয়েছে নতুন কমিটি।