সাপের কামড়ে আদৌ কি বেজি মারা যায়? গবেষকরা কি বলে

সাপ এমন একটি প্রাণী যার কথা শুনলেই মানুষ ভয়ে কেঁপে ওঠে। চোখের সামনে সাপ চলে এলে কয়েক সেকেন্ডের জন্য কিছুই বুঝতে পারবেন না আপনিও। সাপের কামড়ের পর ঘটনাস্থলে চিকিৎসা না দেওয়া হলে মৃত্যু প্রায় নিশ্চিত।

তবে এ তো গেল মানুষের কথা। এমন এক প্রাণী আছে যার উপর সাপেরেই প্রাণীর। হ্যাঁ ঠিকই ধরেছেন। আমরা বেজির কথা বলছি। বিষাক্ত সাপ কামড়ালেও মৃত্যু হয় না বেজির। সাপের শত্রু হিসেবে বিবেচিত বেজি কীভাবে বাঁচে?

আমরা সবাই জানি, বহু প্রাণীর সাপের বিষে মৃত্যু হয়। সাপ কামড়ানোর পরেও বেজির কিন্তু মৃত্যু হয় না। সাপের সাথে লড়াই করে বেঁচে যায় বেজি। বিশাল আকারের সাপকেও কাত করে দেয় বেজি। আর একবার লড়াই শুরু হলে সাপের আর রক্ষে থাকে না।

সাপ আসলে নেউলের বাচ্চাদের খায়। কিন্তু প্রাপ্তবয়স্ক বেজির সঙ্গে লড়াই হলে সাপের মৃত্যু হতে পারে। আসলে বেজির শরীরে অ্যাসিটাইলকোলিন (nicotinic acetylcholine receptor) থাকে। এটি একটি নিউরোট্রান্সমিটার, যা তাদের মস্তিষ্কে থাকে।

এটি রক্তে মিশ্রিত বিষের নিউরোটক্সিক প্রভাব কমায়। সেই কারণে সাপের বিষে বেজিরা মারা যায় না। তারা সাপের বিষ প্রতিরোধী।

ফরেস্ট ওয়াইল্ডলাইফ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, বেজি এবং সাপের মধ্যে শত্রুতা স্বাভাবিকভাবেই ঘটে। সাপ তাদের খাদ্য। তারা সাপ শিকার করে শুধু খাবারের জন্য।

মজার ব্যাপার হল, বেজি বেশিরভাগ সময়ই প্রথমে আক্রমণ করে না। তারা আক্রমণ করে শুধুমাত্র নিজেকে বা তাদের সন্তানদের সাপের আক্রমণ থেকে বাঁচানোর জন্য। ভারতীয় ধূসর রঙের বেজি সবচেয়ে বিপজ্জনক। সাপেদের জন্য। সাপের শত্রু হিসাবে বিবেচনা করা হয় তাদের। বেজি একটি কিং কোবরাকেও মেরে ফেলতে সক্ষম।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *